মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে (০৮ সেপ্টেম্বর) সোমবার রাতে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ছোট বৈন্যা এলাকায়। অভিযুক্ত ইউপি সদস্য হলেন ওই এলাকার মৃত মোতালেবের ছেলে মো. নুর আলম।
ভুক্তভোগী হাজী মো. বিল্লাল হোসেন অভিযোগ করেন, গত রাতে আমার বসতবাড়ি থেকে একটি ছাগল চুরি হয়ে যায়। পরে লোকমুখে জানতে পারি, আমাদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম ভোরে ছাগলটি পুখরিয়ায় অবস্থিত রিয়ান্ড কোম্পানির খামারে নিয়ে যান।
রিয়ান্ডের কেয়ারটেকার মো. বারেক মিয়া বলেন, ভোর চারটার দিকে নুর আলম মেম্বার আমাকে ডেকে বলেন তিনি একটি ছাগল বিক্রি করতে চান। আমি তাকে জানাই, আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী বাইরে থেকে কিছু কেনা যাবে না। তখন তিনি জোর দিয়ে বলেন, তার খুব টাকার দরকার, যেন আমি এক হাজার টাকা দিয়ে ছাগলটা রেখে দিই। এ সময় দেখি তার শরীরে কাদা লেগে আছে এবং পায়ে খালি ছিল, যা দেখে আমার সন্দেহ হয়। পরে তিনি ছাগলটিকে খুঁটিতে বেঁধে চলে যান। এরপর আমি এলাকাবাসীকে খবর দিই।
এ ঘটনায় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ইউপি সদস্যের সাথে কথা বলে ছাগলসহ তাকে ছেড়ে দেন।
অভিযোগের বিষয়ে জানতে ইউপি সদস্য মো. নুর আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি নই।
বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল আওয়াল খান বলেন, আমি বিষয়টি শুনেছি। এর আগেও নানা অভিযোগ আমার কাছে এসেছে।
ঘিওর থানার এসআই চিন্ময় মণ্ডল জানান, ঘটনার বিষয়ে লোকমুখে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।