আপন নিউজ ডেস্কঃ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার শিক্ষিত বেকার যুব সমাজের ন্যায্য দাবিতে আন্দোলনের প্রধান সমন্বয়ক মোঃ রবিউল আউয়াল অন্তর (২৩), পিতা: মোঃ সোলায়মান মৃধা, নিরাপত্তাহীনতার আশঙ্কায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, গত বছর (০৫ সেপ্টেম্বর ২০২৪) থেকে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় শিক্ষিত বেকার যুবসমাজের ব্যানারে ৮ দফা দাবিতে আন্দোলন শুরু হয়। আন্দোলনের নেতৃত্ব দেন রবিউল আউয়াল অন্তর। আন্দোলনের শুরু থেকে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী মানববন্ধন, সংবাদ সম্মেলন, অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর কর্মসূচি করে আসছে।
অন্তরের দাবি, আন্দোলনের ফলে বেশ কয়েক দফা মিটিং হয় এবং কর্তৃপক্ষ ৭০ শতাংশ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তা লিখিতভাবে দেয়নি। পরবর্তীতে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।
তিনি আরও জানান, সর্বশেষ ২৮ অক্টোবর ২০২৫ তারিখে বাস্তহারা ১৩০ পরিবারের সদস্য ও স্থানীয় বেকার যুব সমাজের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে ৭ কর্মদিবসের মধ্যে লিখিত রূপরেখা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু দাবির বাস্তবায়ন না করে বরং তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ স্থানীয় কয়েকজনকে অর্থের প্রলোভন দেখিয়ে আন্দোলনের প্রধান সমন্বয়কারীর বিরুদ্ধে মিথ্যাচারমূলক সংবাদ সম্মেলন করায়।
রবিউল আউয়াল অন্তর অভিযোগ করেন, আন্দোলনে সম্পৃক্ত অনেককে হুমকি দেওয়া হচ্ছে, অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি নিজেও চতুর্মুখী ষড়যন্ত্র ও হয়রানির শিকার হচ্ছেন। তাই আন্দোলনকারীদের নিরাপত্তা ও ভবিষ্যতে অন্যায়ভাবে হয়রানি থেকে রক্ষার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করা জরুরি হয়ে পড়েছে।
অন্তর বলেন, “সংবিধানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার সবার আছে। অথচ আমরা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে উল্টো হয়রানি ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছি।”