বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাাড়ায় করদাতাদের সেবার মান বাড়াতে আয়কর আইনজিবি মোহাম্মদ মনিরুজ্জামান মনির নতুন আয়কর অফিসের কার্যক্রম শুরু করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭:৩০ মিনিটে কলাপাড়া পৌর শহরের বৌদ্ধমন্দির সংলগ্ন জনতা মার্কেটে নিজ কার্যালয় কলাপাড়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে আয়কর ব্যবস্থাপনা ও করদাতাদের সেবা উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু বলেন,“স্থানীয় পর্যায় আয়কর অফিস চালু হওয়ায় করদাতারা আর জেলা শহরে না গিয়ে এখানেই সব সেবা নিতে পারবেন। এটি সময় ও খরচ দু’দিক থেকেই সাশ্রয়ী হবে।”
কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোহসীন পারভেজ বলেন,“মনিরুজ্জামান মনিরের এই উদ্যোগ কলাপাড়ার ব্যবসা-বানিজ্য ইতিবাচক প্রভাব ফেলবে এবং কর সচেতনতা বাড়াতে সাহায্য করবে। আমরা আশা করি তিনি সেবার মান বজায় রাখবেন।”
আয়কর আইনজীবী মনিরুজ্জামান মনির বলেন, করদাতারা যাতে সহজে রিটার্ন জমা দিতে এবং প্রয়োজণীয় পরামর্শ পেতে পারেন সে জন্য এই অফিসের যাত্রা শুরু হয়েছে। তিনি আরও বলেন, শুধু কর-পরামর্শ নয়, কর-সচেতনতা বাড়াতে নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করবেন। এর মাধ্যমে সাধারণ মানুষ জানবে- সঠিক কর পরিশোধ রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তারও নিশ্চয়তা দেয়। তিনি কর সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সহ-সভাপতি বিশ্বাস সিহাব পারভেজ মিঠু, সদস্য মো:এনামুল হক, অর্থসম্পাদক মো:শরিফুল হক শাহীন, অশোক মুখার্জি, দপ্তর সম্পাদক জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু।