আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটা জিরো পয়েন্টে নারী পর্যটকের অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে মো. রুবেল (৩০) নামে এক যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই সময় দুই নারী পর্যটকের অশ্লীল ভিডিও ধারণ করছিলেন রুবেল। বিষয়টি ট্যুরিস্ট পুলিশের নজরে এলে দ্রুত দোষী ব্যক্তিকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইয়াসীন সাদেক উপস্থিত হয়ে পেনাল কোড ১৮৬০-এর ৫০৯ ধারা মোতাবেক মো. রুবেলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।