আপন নিউজ ডেস্কঃ অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র এবং পরিবেশবান্ধব বাস উপযোগী পরিপূর্ণ জীবনের জন্য কলাপাড়ায় সাইকেল র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও র্যালীতে শিক্ষার্থী, পরিবেশ কর্মী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শুক্রবার সকাল ১০টায় কলাপাড়া পৌরশহরের আন্ধারমানিক নদী তীরের হেলিপ্যাড মাঠে মানববন্ধন শেষে সাইকেল র্যালী শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে শেষ হয়।
পরিবেশবাদী সংগঠণ ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী’র আয়োজনে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। তিনি র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধরা কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, পরিবেশ সংগঠক কামাল হাসান রণি, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাচাও আন্দোলন কলাপাড়ার কার্যকরি সদস্য নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা একটি পরিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে জনগণের মৌলিক অধিকার রক্ষা, কর্মসংস্থানের নিশ্চয়তার পাশাপাশি পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র রক্ষায় সরকার এবং রাজনৈতিক দলের কর্মকান্ড স্পষ্ট করার দাবি জানান।
বক্তারা কলাপড়ায় নির্মানাধীন আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র সৌর সিষ্টেমে চালু করণে সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি করেন। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিতের দাবি করেন। উপকূলের কলাপাড়ায় সকল খাল ও নদী রক্ষায় সীমানা চিহ্নিতের পাশাপাশি দখল-দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতি সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। এই সাইকেল র্যালী শুধু প্রতীকী নয়; বরং মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের অংশ হিসেবে দাবি করেন।