আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় নাজমিন বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাজমিন বেগম ওই গ্রামের জাকারিয়ার স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী ঢাকায় থাকেন। এলাকাবাসী জানায়, তিনি স্বামী ও সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করতেন। প্রায় এক মাস আগে ছেলে-মেয়েকে নিয়ে গ্রামের স্বামীর বাড়িতে চলে আসেন। বুধবার সকালে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কলাপাড়া থানার এসআই মোঃ জাকির হোসেন জানান, “খবর পেয়েছি। লাশ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছি। তবে জানতে পেরেছি লাশ কলাপাড়ায় নিয়ে আসা হবে।”