আপন নিউজ ডেস্কঃ ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিকসহ সকল নদীর সীমানা চিন্হিত করা, দখল-দূষণ বন্ধের দাবিতে ‘আমাদের নদী-আমাদের অস্তিত্ব’ স্লোগানের মধ্য দিয়ে কলাপাড়ায় বিশ্ব নদী দিবস-২০২৫ পালন করা হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) শেষ বিকালে এ উপলক্ষ্যে আন্ধার মানিক নদী তীরে মানববন্ধন করা হয়।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া যৌথ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, কামাল হাসান রনি, সাইফুল্লাহ মাহমুদ, নজরুল ইসলাম, নাজমুস সাকিব প্রমুখ। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে নদী বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মানববন্ধনে নদী রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সংবলিত পোস্টার প্রদর্শন করা হয়।