আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ও যৌতুকের জেরে স্ত্রী রহিমা (২৫) ও শাশুড়ি রানী বেগমকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করেছে জামাই মিরাজ হাওলাদার। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। সেখানেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে দু’জনই ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত রহিমার চাচা বশির ফকির জানান, উত্তর চাকামইয়া গ্রামের মোঃ সুলতান হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদারের সঙ্গে কয়েক বছর আগে রহিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রহিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল মিরাজ। নির্যাতন সহ্য করতে না পেরে রহিমা কিছুদিন আগে বাবার বাড়িতে চলে আসে। পরে পারিবারিক সিদ্ধান্ত হয়, রহিমা আর তার স্বামীর সঙ্গে সংসার করবে না। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী রহিমা ও শাশুড়ি রানী বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মিরাজ।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে মিরাজ পলাতক রয়েছে।
এ ব্যাপারে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা হচ্ছে। আমরা শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”