আপন নিউজ ডেস্কঃ মা ইলিশ সংরক্ষণের স্বার্থে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালীন প্রান্তিক পর্যায়ের কার্ডধারী জেলেদের মাঝে জিআর (জেনারেল রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ধানখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদ উপস্থিত থেকে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
ধানখালী ইউনিয়নের ১১২০ জন নিবন্ধিত জেলের প্রত্যেককে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধানখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, ধানখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নেয়ামুল বশির সহ ট্যাগ অফিসার এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
সরকারি এ সহায়তা কার্যক্রমের মাধ্যমে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ।