আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে “আমরা কলাপাড়াবাসী” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ডেংগু সচেতনতা লিফলেট বিতরণ ও স্টিকার সাঁটানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় কলাপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী।
এ সময় উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের প্রোগ্রাম তত্ত্বাবধায়ক মো. সাগর হোসেন, দপ্তর সম্পাদক মো. সাওন জমাদ্দার, এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক অহিদুজ্জামান।
আয়োজকরা জানান, ডেংগু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এই কর্মসূচি নিয়মিতভাবে চলবে। তারা সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।