আপন নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাপান শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। এতে কলাপাড়ার দুই কৃতি সন্তান শায়খুল ইসলাম সাজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইমরান শরীফ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
গত শনিবার (৪ অক্টোবর) বিএনপি জাপান শাখার সভাপতি রেজা মির ও সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শায়খুল ইসলাম সাজনের বাড়ি কলাপাড়া পৌর শহরে, আর দপ্তর সম্পাদক ইমরান শরীফের বাড়ি কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নে।
কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে সাজন ও ইমরানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসিয়ে দেন দলের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা। তারা বলেন, “গণমানুষের দল বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য দেশ-বিদেশের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।”
শুভেচ্ছা বার্তায় সাজন ও ইমরানের উত্তরোত্তর সাফল্য কামনা করে সবাই তাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনা করেন।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় সাজন ও ইমরান বলেন, “জাতীয়তাবাদী বিএনপি আমাদের ভালোবাসা ও আদর্শের দল। ছোটবেলা থেকেই আমরা এই সংগঠনের সঙ্গে যুক্ত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া) আসনের জনবান্ধব নেতা, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করতে আমরা সর্বদা সাংগঠনিক গঠনতন্ত্র মেনে কাজ করে যাব। পাশাপাশি তাঁকে বিজয়ী করতে মাঠ পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ।”