আপন নিউজ ডেস্কঃ ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘স্বপ্ন সারথি’ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্র্যাক সেলপ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি স্বপ্ন সারথি দলের মোট ২৫০ কিশোরীর মধ্যে যারা ১৮ বছর পূর্ণ করেছে, তাদের মধ্য থেকে ১৯ জন কিশোরীকে নিয়ে এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা। এছাড়া ব্র্যাকের সেলপ কর্মসূচির অফিসার রিপন চন্দ্র দাসসহ স্থানীয় ব্র্যাক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও”-এই প্রতিপাদ্যে এগিয়ে যাচ্ছে আজকের কিশোরীরা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কন্যা শিশু পরিবারের বোঝা নয়, বরং ভবিষ্যৎ গঠনের অন্যতম শক্তি।
শেষে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা কিশোরীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।