আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় পূর্ব জমিজমা বিরোধকে কেন্দ্র করে মোঃ ফোরকান সিকদার (৫০) নামে এক কৃষককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছোট কুমিরমাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ফোরকান সিকদার জানান, পূর্ব জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মোস্তফা সিকদার, আল আমিন সিকদার, কালাম সিকদার, রাসেল চৌকিদার, মুছা সিকদার, বেলাল সিকদার, আনোয়ার সিকদার ও মন্নান চৌকিদারসহ ১০-১২ জন মিলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকেই পাওয়া যায়নি।