আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এম এ জলিল তালুকদারের বদলিজনিত বিদায় সংবর্ধনা ও সদ্য যোগদানকৃত প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদ নিজামের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে টিয়াখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ সোবহান বিশ্বাস, মোঃ তৈয়ব আলী, আব্দুর রব জমাদ্দার, মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ মাসুম বিল্লাহ, সাখাওয়াত হোসেন মাসুদ, মোঃ খলিল মল্লিক, সৈয়দ জাহিদুল ইসলাম দুদল, মোছাঃ সালমা বেগম, নাহিদ আক্তার মুক্তা বেগম, সাবেক ইউপি সদস্য রফিক তালুকদার, মোঃ কালাম সিকদার ও মোঃ কবির তালুকদার, উদ্যোক্তা জুরান মিস্ত্রি, অফিস সহায়ক কাউসার শরীফ সহ ইউনিয়নের চৌকিদার ও দফাদারবৃন্দ।
বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা এম এ জলিল তালুকদার বলেন, “টিয়াখালী ইউনিয়নে দায়িত্ব পালনকালে সকলের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। এই ইউনিয়নের স্মৃতি আমার জীবনে অমলিন হয়ে থাকবে।”
নবাগত প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদ নিজাম বলেন, “আমি চেষ্টা করব পূর্বসূরির মতো নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে। সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”
অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার হাতে স্মারক উপহার তুলে দেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও উপস্থিত অতিথিরা।