আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় নাজমুল সাকিব (৫) নামে শিশুপথচারী গুরুতর আহত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ছলিমপুর শংকর এর বাড়ীর সামনে পশ্চিম পাশ্বে পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে। নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামের মোঃ সোহাগ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইউরো কোচ পরিবহন (ঢাকা মেট্রো-ব ১২-২৮৯৫) ছলিমপুরে পৌছালে মা ও ছেলে রাস্তার পাশে হেঁটে যাচ্ছিলেন। এ সময় অসতর্ক অবস্থায় থাকা শিশু নাজমুল সাকিব রাস্তার দিকে অগ্রসর হলে, চালক তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি রাস্তার ডান পাশে একটি গাছে ধাক্কা খায়। এতে শিশুটি বাসের বাম পাশে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
উল্লেখ্য, ইউরো পরিবহনে এ সময় ১৭ জন যাত্রী ছিলেন, তবে কেউ আহত হননি। দুর্ঘটনায় বাসটির সামনের বাম পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়।