আপন নিউজ ডেস্কঃ “এগিয়ে চলি একসাথে” এই স্লোগানকে সামনে রেখে কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের পরিচালক শকিল চাকলাদার। বিশেষ অতিথি ছিলেন সেলস এন্ড মার্কেটিং এস এম হাবিবুর রহমান।
সম্মেলনের সভাপতিত্ব করেন কলাপাড়ার এমইপি গ্রুপের ডিলার শিব শংকর পাল শিবা এবং সঞ্চালনা করেন এমইপি গ্রুপের সিনিয়র এজিএম মোঃ মিজামুল ইসলাম।
অনুষ্ঠানে কলাপাড়ার বিভিন্ন এলাকার রিটেইলাররা অংশ নেন। পরে লটারি ড্র অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলকে পুরস্কার প্রদান করা হয়।