আপন নিউজ ডেস্কঃ জাটকায় যেন সয়লাব কলাপাড়ার গোটা উপকূল। কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার ছয় টি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে অন্তত ১৪০০ কেজি (৩৫ মণ) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। ৩১টি কর্কসিটে বোঝাই করে মহিপুর-আলীপুর থেকে বিভিন্ন স্থানে এসব জাটকা ইলিশ চালান করা হচ্ছিল। আজ রবিবার রাতে কলাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে মিজান, ডলফিন, মিমজালসহ ছয় টি ঢাকাগামী বাসে তল্লাসী চালিয়ে এ পরিমাণ জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে এসব জাটকা ৫০টি এতিমখানার শিক্ষার্থীসহ কলাপাড়া পৌরসভার ৩০ জন পরিচ্ছন্নতাকর্মীকে বিতরণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এপরিমাণ জাটকা ইলিশ জব্দ করেন। এসময় জরিমানা করা হয়। এ সময় বাস চালকদের ১২ হাজার টাকা জরিমানা করা হয়।