আপন নিউজ ডেস্ক:বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধন প্রাপ্তির শুকরিয়া আদায় এবং জুলাই বিপ্লবের সকল শহিদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ ঈশা খেপুপাড়া এতিমখানা হাফিজিয়া নুরানী মাদরাসা প্রাঙ্গণে এ দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির পটুয়াখালী জেলা কমিটির সদস্য মাহাবুবুল আলম নাঈম, মাহফুজুর রহমান মিরাজ এবং কলাপাড়া উপজেলা সংগঠক মোহাম্মদ আল ইমরান। এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ আব্দুল্লাহ নোমান, কাউসার আহাম্মেদ বাপ্পি, হাবিবুর রহমান, মো. রিয়াজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
দোয়া-মুনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার প্রধান মুহতামিম হাফেজ মোহাম্মদ মুসা বিশ্বাস। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ দেশের অগ্রগতি, জাতির শান্তি এবং দলের সফল অগ্রযাত্রার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন।
দোয়ার প্রারম্ভে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন প্রাপ্তি এনসিপির রাজনৈতিক যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক। তাঁরা এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা সহ নিবন্ধন প্রক্রিয়ায় দিনরাত পরিশ্রম করা সকল নেতা-কর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।