আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মিঠাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। বুধবার রাতে কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন বাদল মৃধা এবং সদস্য সচিব ঢালী মোঃ রুহুল আমিন (অভি), যুগ্ম আহবায়ক গাজী মোঃ রুহুল আমিন, মোঃ আজিম তালুকদার, মিঠাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন দুলাল গাজী, সদস্য সচিব মোঃ আলম তালুকদার খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ইমন, আল মামুন ও কে. এম. রফিকুল ইসলাম।

এ সময় মিঠাগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, যারা ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীর বিজয় কামনা করেন।