আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে একটি ঝুপড়ি ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোয়াজ্জেমপুর গ্রামের সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিরাজউদ্দিন খান আন্ধারমানিক নদীতে খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তীরে একটি ঝুপড়ি ঘর তৈরি করে স্ত্রীকে নিয়ে সেখানেই বসবাস করতেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে এলাকাবাসী ঘর থেকে কোনো শব্দ না পেয়ে দেখতে যান। এ সময় তারা ঘরের ভেতর সিরাজউদ্দিন ও তার স্ত্রীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান আপন নিউজ কে বলেন, “মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মৃত্যুর কারণ গভীরভাবে অনুসন্ধানে তদন্ত চলছে।”