আপন নিউজ ডেস্কঃ "আমরা কলাপাড়াবাসী" স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া সংগঠনের সংগঠক মেজবাহ উদ্দিন মাননু এবং সাংস্কৃতিক কর্মী তানজিল জামান জয়।
অভিযানে ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের প্রায় ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। হাসপাতালের ড্রেনে জমে থাকা ময়লা, বিভিন্ন ওয়ার্ড, বারান্দা এবং পুরো হাসপাতাল এলাকা তারা পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি রাফসান ইসলাম রিমন ও সিনিয়র সদস্য তালুকদার আশিকসহ সংগঠনের আরও নেতৃবৃন্দ।
‘আমরা কলাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব বলেন, “মানুষের সেবায় কাজ করাই আমাদের লক্ষ্য। হাসপাতালের পরিবেশ পরিষ্কার রাখা রোগী ও সেবাপ্রার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমরা নিয়মিত এমন সামাজিক উদ্যোগ চালিয়ে যেতে চাই।”
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।