আপন নিউজ ডেস্কঃ ডেঙ্গু প্রতিরোধে উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে কলাপাড়া পৌরসভার পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক হাজার প্যাকেট স্যালাইন প্রদান করা হয়েছে। সোমবার সকালে পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ এ স্যালাইনগুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী-এর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইনের এই সহায়তা ডেঙ্গু রোগীদের দ্রুত চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মচারীরা।