আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার খাল, রাস্তা, খাস জমি ও অন্যান্য সরকারি জমিতে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা অপসারণে কঠোর নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধ দখলদারদের আগামী এক সপ্তাহের মধ্যে নিজ উদ্যোগে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না করলে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
ইউএনও আরও বলেন, সরকারি সম্পদ রক্ষা ও জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খাল ও রাস্তায় অবৈধ দখল সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সকল নাগরিককে নিয়ম মেনে স্বতঃস্ফূর্তভাবে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এ ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগে উপজেলার যোগাযোগ ব্যবস্থা ও জলপ্রবাহ স্বাভাবিক হবে।