আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “যুবক-যুবতী নেতৃত্বধীন প্রাথমিক দুর্যোগ সতর্কতা অভিযান” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশ আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল দুর্যোগের পূর্বপ্রস্তুতি, করণীয় ও পুনরুদ্ধার কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থী, যুবসমাজ ও স্থানীয় জনগণকে অবহিত করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবর রহমান। উপস্থিত ছিলেন ইউপি সদস্য তাসলিমা বেগম, পূর্ব চাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিন, সহকারী শিক্ষক হেদায়েত উদ্দিন, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক হামিদা আক্তার এবং THRIVE প্রকল্পের মনিটরিং অফিসার বিধান চন্দ্র বিশ্বাসসহ ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা।
কর্মসূচিতে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক আলোচনা, সচেতনতামূলক উপস্থাপনা, নিরাপদ আশ্রয় গ্রহণ, উদ্ধার প্রক্রিয়া প্রদর্শনী, কবিতা পাঠ এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যার মতো দুর্যোগ মোকাবেলায় তথ্যভিত্তিক প্রস্তুতি ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। যুব নেতৃত্ব ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যৎ দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা ও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সবাই নিজ নিজ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনায় আরও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।