আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার মহিপুরে ব্র্যাক স্বাস্থ্যকর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহিপুর বাজার, হাসপাতাল ও আশপাশের আবাসিক এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে ক্যাম্পেইন সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক জয়নাল আবেদীন ও রেডক্রিসেন্ট টিম লিডার মিজানুর রহমান। এছাড়াও রেডক্রিসেন্ট, সিপিসি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের বহু স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক স্বাস্থ্যকর্মসূচির এলাকা ব্যবস্থাপক বশিরুজ্জামান। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সফলভাবে পরিচালনা বিষয়ে দিকনির্দেশনা দেন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মকর্তা আজিজুল ইসলাম আজিজ। ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন প্রভাষক জয়নাল আবেদীন ও মিজানুর রহমান।
বক্তব্য পর্ব শেষে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, জমে থাকা পানি অপসারণ এবং স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার জন্য সরেজমিনে বার্তা প্রদান করেন।
সার্বিকভাবে এই অভিযান এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।