আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আব্দুল রাজ্জাক মৃধা (৫০)-কে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭নং দড়িয়াপুর গ্রামে নুর সাইদ মেম্বারের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় রাজ্জাক মৃধাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়।
আহত রাজ্জাক মৃধা জানান, নিজের জমিতে চাচা আবুল কালাম মৃধা গুঁড়া মাছ শুকাচ্ছিলেন। এতে তিনি আপত্তি জানালে চাচা আবুল কালাম মৃধা, চাচাতো ভাই রিপন মৃধা ও নাহিম মৃধা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এক পর্যায়ে তাদের হাতে থাকা ইট দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে পড়েন।
তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে নুর সাইদ মেম্বারের কাছে বিচার চাইতে গেলে সেখানেই মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।