আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও লাকী গার্মেন্টসের মালিক মো. রফিকুল ইসলাম (৭০) সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ৯টায় কলাপাড়া পৌর শহরের এতিমখানা জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাঙ্গাবালী উপজেলার বাইশদিয়া ইউনিয়নের মৌডুবী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের মৃত্যুতে এলাকার সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।