সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালী-৩, গলাচিপা–দশমিনা আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক মো. শাহ আলম এক সংবাদ সম্মেলনে নির্বাচনী প্রতিশ্রুতি ও অঙ্গীকার তুলে ধরেছেন। তিনি জানান-জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনের আগে ‘পিয়ার পদ্ধতি’বাস্তবায়নের দাবি জানান তিনি। তার ভাষায়, সুষ্টু নির্বাচনের জন্য আধুনিক ও নির্ভরযোগ্য ভোট পদ্ধতি এখন সময়ের দাবি।
রবিবার রাত আটটায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় অধ্যাপক শাহ আলম আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থন, সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক ভিশন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি দাবি করেন, আগামী নির্বাচন যদি সুষ্টু শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তবে তাদের আট দলীয় জোটে জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে পটুয়াখালী-৩ আসনে দাঁড়ি পাল্লা প্রর্তীক নিয়ে তিনি বিপুল ভোটে বিজয় অর্জন করবেন।
তিনি আরও বলেন-গণমানুষের অধিকার রক্ষা, জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নই হবে তার কাজের মূল লক্ষ্য। শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগসহ বিভিন্ন খাতে দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করবেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অধ্যাপক শাহ আলম স্বচ্ছতা, উন্নয়ন এবং পরিবর্তনের রাজনীতির প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে দলের স্থানীয় নেতা-কর্মীসহ গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।