আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নে ট্রলি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রবিউল মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বালিয়াতলী ব্রিজের পূর্ব পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল মোল্লা চিংগুড়িয়া ১নং ওয়ার্ড, লালুয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি মৃত আপাং মোল্লার ছেলে এবং বিকাশ কোম্পানিতে চাকুরীরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কলাপাড়া শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রবিউল দ্রুতগতিতে চালাতে গিয়ে সড়কের পাশে বন্ধ অবস্থায় রাখা একটি ট্রলি গাড়ির পেছনে ধাক্কা দেন। এতে তার মাথা ও শরীরের বাম পাশে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।