কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া আবাসনে মা-মেয়েকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন-শেফালী বেগম (৩৭) ও তার মা ফাতেমা বেগম (৫৫)। শেফালী বেগম ওই আবাসনের ঝন্টু মৃধার স্ত্রী। তারা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত শেফালী বেগম জানান, তার ভাইয়ের ছেলের সঙ্গে প্রতিবেশীদের মারামারির জেরে রাতেই তাদের বাড়ির সামনে এসে গালাগালি শুরু করে অভিযুক্তরা। প্রতিবাদ করায় রাকিবুল হাওলাদার, ইউসুফ, কাওছার, নিজাম মৃধা, রুমান মৃধাসহ ৭–৮ জন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।
হামলায় শেফালী বেগমের মাথায় ১০টি সেলাই লাগে এবং তার ডান হাত ভেঙে যায়। তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার মা ফাতেমা বেগমকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার মাথায় ২২টি সেলাই দিতে হয়েছে।
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান শেফালী বেগম।