কলাপাড়া প্রতিনিধিঃ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে শাহিন প্যাদা (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা, এমন অভিযোগ করা হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতের দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে মোল্লাপাড়া তালতলা স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত শাহিন প্যাদা চারিপাড়া গ্রামের আব্দুল আজিজ প্যাদার ছেলে। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শাহিন প্যাদা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজিব আকন, সরন, কামাল আকন, রাহুল আকনসহ মোট ৭-৮ জন মিলে তাকে মারধর করে। এ সময় সাথে থাকা নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও তিনি অভিযোগ করেন।