আপন নিউজ ডেস্কঃ The Notaries Ordinance, 1961–এর ৩ ধারায় অর্পিত ক্ষমতাবলে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জেড এম কাওছার কে সমগ্র বাংলাদেশে নোটারি পাবলিক হিসেবে কার্য সম্পাদনের জন্য তিন বছরের মেয়াদে নিয়োগ প্রদান করা হয়েছে।
এ সংক্রান্ত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সার্টিফিকেট রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব (রেজিস্ট্রেশন) হাসান মাহমুদুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,
(ক) উপর্যুক্ত মেয়াদ শেষে পুনরায় নোটারি হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে অ্যাডভোকেট জেড এম কাওছারকে মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে ৫(২) ধারা অনুযায়ী আবেদন করতে হবে।
(খ) The Notaries Rules, 1964–এর নিয়ম অনুসারে তিনি প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পূর্ববর্তী বছরের নোটারি কার্যাবলির একটি বিবরণী (রিটার্ন) সরকারের নিকট দাখিল করবেন।
নিয়োগের এ সার্টিফিকেট প্রদানের তারিখ থেকেই কার্যকর হবে এবং তিন বছর মেয়াদে তিনি নোটারি পাবলিক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।