আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর বাইতুল কামাল জামে মসজিদের মোয়াজ্জেম মোঃ রুস্তম জমাদার (৭০) স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন বাড়িতে পড়ে আছেন। প্রায় ৮–১০ বছর তিনি মসজিদে মোয়াজ্জেম হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জীবিকার তাগিদে একটি চায়ের দোকান পরিচালনা করছিলেন।
দুই মাস আগে স্ট্রোক করার পর পরিবারের সামর্থ্য অনুযায়ী কিছু চিকিৎসা করানো হলেও বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে বাড়িতেই পড়ে রয়েছেন।
তার ছোট ছেলে মোঃ আলমগীর হোসেন জানান, চিকিৎসার খরচ বহন করার মতো সামর্থ্য তাদের নেই। এ অবস্থায় মানসিক ও মানবিক সহায়তার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। যোগাযোগ: ০১৯২১-০২২৫৬৪।