আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার চর ধুলাসার মৎস্য বন্দরে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির আয়োজনে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কলাপাড়া উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মৃধা।
সভাপতিত্ব করেন চক ধুলেশ্বর মৎস্য বন্দর বাজার কমিটির সভাপতি মোঃ সোহেল হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম, সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ রুহুল, ক্রিয়া সম্পাদক মোঃ আক্তারুজ্জামান পিন্টু, পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ সোয়েবুর রহমান শোয়েব, উপজেলা কমিটির সদস্য মোঃ সিদ্দিক প্রমুখ।
সভায় রফিকুল ইসলাম মৃধা বলেন, ঝড়ে দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে জেলে পরিবারের ক্ষতিপূরণ ৫০ হাজার টাকার পরিবর্তে ৫ লাখ টাকা করার দাবি জানান।
এছাড়া জেলে কার্ড সংস্কার করে প্রকৃত জেলেদের কার্ড প্রদান, অবরোধকালীন সময়ে চালের পাশাপাশি জেলেদের ৫,০০০ টাকা আর্থিক সহায়তা,চাল বিতরণের সময় জেলে সমিতির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার দাবি রাখেন।
তিনি আরও বলেন, জননেতা এবিএম মোশারেফ হোসেন সমুদ্রতীরবর্তী এলাকায় বড় হয়েছেন। শৈশব-কৈশোর কেটেছে জেলেদের মাঝেই, তাই তাদের দুঃখ-দুর্দশা তিনি ভালোভাবেই বোঝেন। জেলেদের দাবি পূরণে তাকে এমপি বানাতে সঙ্ঘবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।