কলাপাড়া প্রতিনিধিঃ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে ৫ ডিসেম্বর শুক্রবার পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থা আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠনকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরী। তিনি স্বেচ্ছাসেবীদের অবদানকে বিশেষভাবে তুলে ধরে বলেন, সমাজের প্রতিটি ইতিবাচক পরিবর্তনের পেছনে অক্লান্তভাবে কাজ করা স্বেচ্ছাসেবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেলা প্রশাসক আরও বলেন, এ ধরনের স্বীকৃতি স্বেচ্ছাসেবীদের আরও উৎসাহিত করে এবং তাদের কাজকে সমাজে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে।
এনায়েত হোসেন মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনগুলোর অবদান, স্বেচ্ছাসেবার গুরুত্ব ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, স্বেচ্ছাসেবীরা সমাজের উন্নয়ন, দুর্যোগকালীন সহায়তা এবং মানবিক উদ্যোগে অসাধারণ ভূমিকা পালন করছেন।
আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব বলেন,কলাপাড়ার মানুষের সেবা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি। তরুণদের ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে কলাপাড়ার যে কোনো সংকটে আমরা পাশে দাঁড়াতে চাই। আমাদের মূল লক্ষ্য হলো সমাজের সবচেয়ে প্রান্তিক ও দুর্বল জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা। ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা রেখে জনকল্যাণে কাজ করার অঙ্গীকার আমাদের অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কলাপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো স্থানীয় সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। তারা মানুষের পাশে দাঁড়িয়ে পরিবেশ, শিক্ষা ও মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে।
সংগঠনের সদস্যরা জানান, এই সম্মাননা তাদের প্রেরণা জোগাচ্ছে এবং ভবিষ্যতে আরও নিবেদিতভাবে সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করতে উৎসাহ দিচ্ছে। দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এমন সম্মাননা স্বেচ্ছাসেবীদের কর্মকাণ্ডকে সমাজে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।