আপন নিউজ ডেস্কঃ বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনায় কলাপাড়া উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন ও মোঃ সেলিম সিকদার এবং প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোঃ হারুন, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন নসু, পৌর শ্রমিক দলের সভাপতি নাসির মোল্লা মিন্টু, সাধারণ সম্পাদক সোয়বুর রহমান সোয়েবসহ উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণ কামনা করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে দলের দোস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।