কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে মোসাঃ সাজেদা বেগম (৬২) নামে এক বিধবা নারীর জমি জোরপূর্বক দখল ও চাষাবাদ করা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত হাফেজ আঃ বারেক (৫৫) দীর্ঘদিন ধরে মৃত রাজ্জাক হাওলাদারের স্ত্রী সাজেদা বেগমের জমি নিজের দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। ভয়ভীতি প্রদর্শন করে জমি জোরপূর্বক ভোগদখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
গত ৭ ডিসেম্বর ভোর সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা ইউসুফপুর গ্রামে ওই জমিতে প্রবেশ করে চাষাবাদ করা ধান কেটে নিয়ে যায়। বাধা দিতে গেলে সাজেদা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী সাজেদা বেগম বলেন, “বিবাদীরা দীর্ঘদিন ধরে আমার জমি দখলের চেষ্টা করছে। ঘটনাদিন রাতে আমার জমির ধান কেটে নিয়ে যায়। বাধা দিতে গেলে আমাকে খুন করার হুমকি দেয়। তাদের ভয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও জানান, বিবাদীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ সহজে কথা বলতে সাহস পান না। এর আগে জমি দখলের একাধিক চেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগে তপসিলের জমির বিবরণ: মৌজা: নিজামপুর জেএল নং: ২৫, বিএস খতিয়ান নং: ৯৯, দাগ নং: ৩৭১৬, মোট জমি: ৩২ শতাংশ।
সাজেদা বেগমের ছেলে সোলায়ামান হাওলাদার বলেন, “অভিযুক্ত হাফেজ আঃ বারেক ওই জমিজমা সংক্রান্ত বিরোধে পূর্বেও নানা মামলাসহ বিভিন্নভাবে আমাকে হয়রানি করেছে। আমার ভাইয়ের স্ত্রীর নামে মামলা (নং ৩৯৩), আবুল হাওলাদারকে দিয়ে হত্যা মামলা (সি.আর ৭১), চুরির মামলা (নং ১১৫১) এবং ঢাকায় আরেকটি চুরির মামলা (নং ৫৫৪) দিয়েছে।”
এ বিষয়ে মহিপুর থানার ওসি জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।