আপন নিউজ ডেস্কঃ “মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য” প্রতিপাদ্য নিয়ে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
“মানবাধিকারের জন্য দাঁড়াও” শ্লোগানে ব্যানার হাতে র্যালিটি কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা শাখার সভাপতি এ্যাড. আবুল হোসেন, সাধারণ সম্পাদক তারেক আমান সুমন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশ সংগঠক মেজবাহ উদ্দিন মাননু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম এবং মানবাধিকার কর্মী ইয়াকুব খান প্রমুখ।
বক্তারা বলেন, সকল মানুষের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করাই মানবাধিকারের মূল লক্ষ্য। পরিবেশ ও জীববৈচিত্র রক্ষা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং কাউকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবিও তারা তুলে ধরেন।