আপন নিউজ ডেস্কঃ বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর সহযোগিতায় জোয়ার–ভাটার প্লাবন ভূমি, খাল ও মোহনার মধ্যে সংযোগ পুনঃস্থাপনের লক্ষ্যে পানি কমিটি ও মৎস্যজীবী নেটওয়ার্কের উদ্যোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ও মৎস্য বিভাগের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফিশনেট প্রকল্পের আওতায় উত্তরণ-এর সহযোগিতায় ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় পানি উন্নয়ন বোর্ড এর কলাপাড়া উপজেলা নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মৎস্যজীবী নেটওয়ার্ক ও পানি কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ আলম।
মতবিনিময় সভায় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকায় ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ সময় নির্বাহী প্রকৌশলী জানান, খাল পুনঃখনন প্রকল্পের মাধ্যমেই বাস্তবায়ন করা হয়। ব্লু গোল্ড প্রকল্পের প্রথম ধাপ ইতোমধ্যে শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপের কাজ শুরু হলে প্রস্তাবিত তালিকাভুক্ত খালগুলো পুনঃখননের সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ডিআরসি (ডিসিআর) আবেদন গ্রহণ করা হবে এবং মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তা প্রদান করা সম্ভব হবে।
সভায় ফিশনেট প্রকল্প, উত্তরণ কলাপাড়া-এর এরিয়া ম্যানেজার আবু এমরান সার্বিক সহযোগিতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মিজানুর রহমান, অ্যাডভোকেসি অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ।