কলাপাড়া প্রতিনিধিঃ মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কলাপাড়া জ্ঞানার্থী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ও ‘আমরা কলাপাড়াবাসী’ স্বেচ্ছাসেবী সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাফসান ইসলাম রিমন। এ উপলক্ষে তিনি স্বেচ্ছায় ১০ম বারের মতো রক্তদান করেন।
বিজয় দিবসের পবিত্র চেতনাকে ধারণ করে মানুষের জীবন বাঁচানোর মহান ব্রত নিয়ে তার এ রক্তদান কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রিমনের এই ধারাবাহিক রক্তদান কার্যক্রম নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করছে।
রক্তদান শেষে মোঃ রাফসান ইসলাম রিমন বলেন, “বিজয় দিবস আমাদের আত্মত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়ানোই আমার সবচেয়ে বড় বিজয়।”
স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ তার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও মানবসেবামূলক কাজে তার সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।