আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস মঙ্গলবার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উদযাপন করা হয়েছে।
কর্মসুচীর মধ্যে ছিল প্রভাতে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিশেষ দোয়া মোনাজাত।
সকাল ৭ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহিদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আমতলী থানা, পৌরসভা, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জামায়াত, এনসিপি , গান অধিকার পরিষদ, আমতলী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রাসেল, ওসি জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার মনজুরুল হোক কাওসার প্রমুখ।
আলোচনা সভায় শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং স্বাধীনতার মহান অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।