আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, ওসি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাবেক আহবায়ক কবির উদ্দিন ফকির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব তুহিন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলার সভাপতি মাওঃ ওমর ফারুক জেহাদই, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার, এবিএম সিদ্দিকী প্রমুখ।