সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠন।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম সাইদ,থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প:প: কর্মকর্তা ডাক্তার. মেজবাহ উদ্দিন, বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ডা. মো. জাকির হোসেন, গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।
বিজয় দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হচ্ছে-এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।