আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটায় ‘আলীশান’ নামের একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার (২৪) নামের এক নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হোটেল সূত্রে জানা যায়, রেজিস্টার অনুযায়ী নিহত ফাহিমা আক্তার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামের এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটায় এসে ওই হোটেলের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল থেকে কক্ষটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় গলায় ফাঁস লাগানো ফাহিমা আক্তারের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় ভেতর থেকে দরজার ছিটকানি লাগানো ছিল।
ঘটনার পর থেকেই স্বামী পরিচয় দেওয়া আরিফ হোসেন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহিপুর থানার ওসি মো. মহব্বত খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।