আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী মুসুল্লীয়াবাদ আমিনিয়া দাখিল মাদ্রাসায় গোপনে এডহক কমিটি গঠন ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় ওই মাদ্রাসা প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য ইউসুফ আলম, অভিভাবক ইব্রাহিম তালুকদার, আবদুল আজিজ খান ও আঃ ছালাম সিকদার। মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করে বলেন, মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্লাহ অভিভাবকদের না জানিয়ে গোপনে একটি এডহক কমিটি গঠন করেন। পাশাপাশি মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে শূন্যপদে নৈশ প্রহরী, আয়া ও পিয়ন পদে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা অবিলম্বে অবৈধ নিয়োগ বাতিল ও গঠিত এডহক কমিটি স্থগিত করার দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।