আপন নিউজ ডেস্কঃ মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কলাপাড়ার উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি’র সভাপতি মোঃ তানজিল মীর।
শীতের তীব্রতা থেকে অসহায় মানুষদের রক্ষা করতে তিনি ঢাকার বিভিন্ন ফুটপাতে রাতযাপন করা হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন।
নিজের ব্যক্তিগত গাড়িতে করে গভীর রাতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে যেখানে অসহায় মানুষরা খোলা আকাশের নিচে শুয়ে থাকেন, সেখানেই তাদের গায়ে পরিয়ে দেন শীতবস্ত্র। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই মানবিক দায়বদ্ধতা থেকে এই কার্যক্রম পরিচালনা করেন তিনি।
এছাড়াও গত ১২ ডিসেম্বর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া ১নং ওয়ার্ডের কলবাড়ি এলাকায় দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন মোঃ তানজিল মীর। স্থানীয়দের মতে, তার এই মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটি’র সভাপতি মোঃ তানজিল মীর,যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, সদস্য হারুন মীর এবং মোঃ নয়ন মোল্লা (ডিজাইনার মা এন্টারপ্রাইজ)।
তার এই মহতী উদ্যোগে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। মানবতার সেবায় এ ধরনের কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।