গলাচিপা প্রতিনিধিঃ গলাচিপায় ঘর ও মালামাল ভাংচুর করায় পনেরো জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মরিয়ম বেগম। মরিয়ম বেগম হ”েছন গলাচিপা পৌরসভার টি এন্ড টি রোডের ৬নং ওয়ার্ডের মোঃ কাইয়ুম মৃধা স্ত্রী। মরিয়ম বেগম জানান, ২৯ ডিসেম্বর রোজ সোমবার সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে পূর্ব শত্রুতার জেরে আমাদের ঘর ও মালামাল লুট করে, ভাংচুর করে নিয়ে যায় প্রতিপক্ষরা। এবিষয়ে আমরা গলাচিপা থানায় অভিযোগ করলে গলাচিপা থানা থেকে আমাদেরকে আদালতে সরনাপন্ন হতে বলেন। আমরা গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পনেরো জনকে আসামী করে একটি মামলা দায়ের করি। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানাকে এজাহার নেয়ার নির্দেশ দেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন মরিয়ম বেগমের আদালতের দায়েরকৃত মামলাটি এজাহার নেয়া হয়েছে এখন আসামীদের ধরার প্রক্রিয়া চলছে।