আপন নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কলাপাড়া পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে পৌর শহরের ৬নং ওয়ার্ডে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবিরুল মৃধা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আলাউদ্দিন হাওলাদার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সহ-সভাপতি মাহমুদুল হক সাইফী।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।