আপন নিউজ ডেস্কঃ কুয়াকাটা পৌরসভার একটি বাসা থেকে আরিফা (১৮) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মহিপুর থানার পুলিশ সোমবার রাতে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মো. রিফাত কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রিফাত কুয়াকাটায় একটি হোটেলের ওয়েটার হিসেবে কর্মরত রয়েছেন। তারা একটি ভাড়া বাসায় থাকতেন। রিফাতের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।
রিফাত জানান, তারা কিছু দিন আগে একে অপরকে ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে কুয়াকাটায় থাকছিলেন। সোমবার সন্ধ্যায় রিফাত তার স্ত্রী কে বাসায় একা রেখে কর্মস্থলে যান। বাসায় রাতে গিয়ে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। এরপর রিফাতের ডাকচিৎকার, কান্নার শব্দ শুনে স্থানীয়রা ৯৯৯ এ কল করেন। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার কথা জানালেন মহিপুর থানার পুলিশ।