আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন নীলগঞ্জ গ্রামের মৃত হাজী আমজাদ হোসেনের ছেলে মোঃ বেলাল হেসেন।
শীতবস্ত্র বিতরণকালে মোঃ বেলাল হেসেন বলেন, “শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষদের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। মানবিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকৃতরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।